Header Ads

হে মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম)! আপনি লোকদের কে নসীহত করিতে থাকুন | বাংলা হাদিস | Bangla Hadis

বাংলা হাদিস | Bangla Hadith

বাংলা হাদিস | Bangla Hadis

হে মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম)! আপনি লোকদের কে নসীহত করিতে থাকুন, কেননা নসীহত মুমিনদের কেফায়দা পৌঁছাইবে। (সূরা যারিয়াত, আয়াত: ৫৫)

     মুফাসসির গণ লিখিয়াছেন, ইহা দ্বারা উদ্দেশ্য হইল কুরআন শরীফের আয়াত শুনাইয়া নসীহত করা। কেননা এইরুপ নসীহত উপকারী হইয়া থাকে। মুমিনদের জন্য উপকারী হওয়াতো স্পষ্ট; কাফেরদের জন্য ও উহা উপকারী। এই হিসাবে যে, নসীহতের বরকতে তাহারা ইনশাআল্লাহ মুমিনদের মধ্যে দাখিল হইয়া উক্ত আয়াতের অন্তর্ভূক্ত হইয়া যাইবে।

     বর্তমান যুগে ওয়াজ-নসীহতের পথ প্রায় বন্ধ হইয়া গিয়াছে; সাধারণত: শ্রোতার প্রশংসা লাভের জন্য প্রাঞ্জল ভাষায় বক্তৃতা করা উদ্দেশ্য হইয়া গিয়াছে। অথচ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, যেব্যক্তি মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য ভাষা-পাণ্ডিত্য ও বক্তৃতা শিখে কিয়ামতের দিন তাহার ফরজ ও নফল কোন এবাদত গ্রহণ যোগ্য হইবেনা। 

No comments